মার্চ ১৯, ২০২৩
সাতক্ষীরা ইয়ূথ হাবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ১৯ শে মার্চ-২০২৩ রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গেøাবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘‘আগামীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের ” বিষয়ের উপর অংশগ্রহণ করেন নবারূণ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহিরা হোসাইন, রাফিয়া সানজিদা ঊষা, ইসমত জেরিন আফরিন ও পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের রুদ্র জীদ গুহ, সুমাইয়া খাতুন, শ্রাবণী সরকার। উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রæপে ৬ জন ছাত্র-ছাত্রী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন, বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাহী, সিডো, শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), তাপসী মন্ডল, সহকারী হিসাবরক্ষক, সিডো, সাতক্ষীরা। ‘‘আগামীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের ” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন পক্ষে দল নবারূণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা ইসমত জেরিন আফরিন। অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও ১ জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা সুরাইয়া পারভীন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, বাবুল গাজী, সালমা সুলতানা ও শ্রী সমীর, প্রোগ্রাম অফিসার, চন্দ্র শেখর হালদার, সাতক্ষীরা ইয়ূথ হাবেব ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অবিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 8,412,810 total views, 963 views today |
|
|
|