মার্চ ২২, ২০২৩
সাতক্ষীরায় ৩৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায় ৩৬৩টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর ও ঘরের চাবি হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার উপকারভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদন কল্যাণ ব্যাণার্জী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রহিম, সাকিরন বেগম, লাইজু প্রমুখ। উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হয়েছে এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর সম্পন্ন হয়েছে। এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। 8,618,118 total views, 9,775 views today |
|
|
|