মার্চ ২৩, ২০২৩
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব’র উদ্যোগে ১১১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান ও স্বাধীনতার মাস উপলক্ষে কর্মহীন, দরিদ্র ও পীড়িত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সদরের বল্লী ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব এর পরিচালক ও বল্লী মো. মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসালটেন্ট, ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব (ব্রাইট), সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুবনেতা মীর মহিতুল আলম মহি, বল্লী মো. মুজিবুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় সোয়াবের পক্ষ থেকে ১১১ টি কর্মহীন, দরিদ্র ও পীড়িত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১১১ জন প্রত্যেককে ১২শ ৫০ টাকার খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৪কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল, ১কেজি চিনি, ১কেজি লবণ, ১কেজি ছোলা, ১ কেজি মুগ ডাল, ১ কেজি মসুরের ডাল। এসময় দলীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 8,412,809 total views, 962 views today |
|
|
|