মার্চ ২৩, ২০২৩
সদর উপজেলায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
![]() নিজস্ব প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলা চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চত্বরে স্কুল/মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসায় এ খেলার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবির, উত্তরণ এর প্রজেক্ট অফিসার নাজমিন নাহার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাবেক ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ। 6,248,072 total views, 1,890 views today |
|
|
|