Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ৫০০ লিটার ভেজাল মধুসহ গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিনিধি: চিনি ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৫০০ কেজি ভেজাল মধু জব্দ করেছে পুলিশ। এ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’সহোদরকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামে এ মধু জব্দ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যতীন্দ্রনাথ মÐলের ছেলে বিজয় কুমার মÐল (৫৭) ও বিমল মÐল (৫৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে দুটোর দিকে উপপরিদর্শক সাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ যতীন্দ্র নগর গ্রামের বিজয় কুমার মÐল ও বিমল মÐলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিজয় মÐলের বাড়ি থেকে ৫০০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। এ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজয় মণডল ও বিমল মÐলকে গ্রেপ্তার করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় বিমল মÐলের ছেলে বাবু মÐল। এ ঘটনায় উপপরিদর্শক সাখায়েতুল ইসলাম বাদি হয়ে বিজয় মÐল, বিমল মÐল ও বাবু মÐলের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version