মার্চ ২৯, ২০২৩
শ্যামনগরে ট্রাক-ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ০৩
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী সিদার মোড় নামক স্থানে ট্রাক -ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশাংকা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরন করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় ট্রাক ড্রাইভারসহ তার সহযোগীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটকৃত ড্রাইভার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মোঃ শহিদুল্লার পুত্র মোঃ ইব্রাহিম হোসেন (৩০) এবং সহযোগী একই এলাকার আবু বক্কারের পুত্র আব্দুল্ল্যাহ আল মামুন (২৮)। সংঘর্ষে আহতরা হলেন রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মোঃ জহুর আলী গাজীর পুত্র মোঃ আব্দুর রহিম (৪২), মুন্সিগঞ্জ ইউনিয়নের মোঃ নছর উদ্দীনের পুত্র মোঃ রবিউল ইসলাম (৪৩) এবং একই এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ কামরুল ইসলাম (১৯)। আহত রবিউলের ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৮.৫০ মিনিটের দিকে রবিউলসহ দুইজন সোনাড় মোড় থেকে মাছ বিক্রয় করে বাড়ী ফিরছিলেন। সিদার মোড় নামক স্থানে পৌছালে উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা একটি ট্রাক ইজ্ঞিন ভ্যানের উপর সরাসরি আঘাত করে। তাৎক্ষনিক ইঞ্জিন ভ্যান উল্টে তারা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রহিমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা এবং পরবর্তীতে খুলনায় প্রেরন করা হয়। সংঘর্ষে জড়িত ট্রাকটি জব্দ করে স্থানীয়রা শ্যামনগর থানাকে অবগত করলে এস,আই খবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক, ড্রাইভারসহ তার সহযোগীকে আটক করে শ্যামনগর থানায় নিয়ে যায়। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক, ড্রাইভার ও তার সহযোগীকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আহতদের পরিবার থেকে লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 8,572,759 total views, 529 views today |
|
|
|