মার্চ ২১, ২০২৩
শার্শার সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল প্রকল্পের উদ্বোধন ও মা সমাবেশ
![]() শার্শা যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাপান বাংলাদেশ কালচারাল একচেন্জ এসোসিয়েশন (জেবিসিই এ)ও স্থানীয় জনগনের সহযোগিতায় পরিচালিত স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত।
ইংরেজি ২১/৩/২৩ তাং মঙ্গলবার সকাল ১১টার সময় বাগআঁচড়া সাতমাইল সরকারি প্রাথঃবিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষক মোঃ আঃ সালামের সভাপতিত্বে অথিতিদেরকে ফুলের মাল্য বরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম তিনি তার আলোচনার বক্তব্যে বলেন যে একটি শিক্ষিত মা একটি ফুলের বাগান একটি শিক্ষিত জাতি গঠনের কারিগর আর এই মায়েরাই পারে একটা সন্তানদেরকে সুশিক্ষায় মানুষের মত মানুষ করতে। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জিবিসিইএ এর কান্ট্রি ডিরেক্টর মহাদেব চন্দ্র বসু, সহকারী শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশিদ, জেবিসিইএ প্রকল্প বাগআঁচড়া সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসান মাসুদ পলাশ, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছাঃ শাহানাজ পারভীন, সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলম, সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার আরিনা খাতুন। 6,248,108 total views, 1,926 views today |
|
|
|