নিজস্ব প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের উদ্যোগে গ্রামীণ ইটসোলিং রাস্তা সংস্কার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে এ কাজ শুরু হয়। ভোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোক্ত মাস্টারের বাড়ি হতে আনছার আলীর বাড়ি পর্যন্ত ১ কিলো মিটার সড়ক সংস্কারের এ উদ্যোগ গ্রহণ করেছেন। অতি ব্যস্ত গ্রামীন সড়কটি বর্ষা মৌসুমে নষ্ট হওয়ায় দারুন কষ্ট ভোগ করছিলেন সর্বস্তরের মানুষ।
আর তাই আমদানি-রপ্তানিকারক, সাধারণ মানুষের কথা ভেবে এ উদ্যোগ করেন তিনি। ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দেখেছি এই সড়কটি দিয়ে যানবহন ও মানুষের পথচলতে খুবই কষ্ট হয়। সড়কটি দিয়ে চলাচলে প্রতিদিন মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই আমি নিজ উদ্যোগে নষ্ট হওয়া সড়কটি সংস্কার করছি। যাতে মানুষের চলাচলে কষ্ট না পাওয়া লাগে।