মার্চ ২৪, ২০২৩
বেদখল কলারোয়ার ফুটপাত সড়ক, যাতায়াতে চরম বিশৃঙ্খলা
![]() কলারোয়া প্রতিনিধি: বেদখল হয়ে গেছে কলারোয়া পৌরসভার বেশির ভাগ ফুটপাত, সড়ক। তাতে চরম দুর্ভোগে পথচারীরা। হাঁটতে হচ্ছে সড়ক হয়ে। বিশৃঙ্খল সড়কে যানজটে আছে বখাটেদের উৎপাত। পদে পদে বিড়ম্বনার শিকার পৌরবাসী। সড়ক থেকে ফুটপাত দখলদারের কব্জায় চলে যাওয়ায় ব্যস্ততম পৌরসভার প্রতিটি মোড়েই এখন তীব্র যানজট। 6,238,432 total views, 1,643 views today |
|
|
|