মার্চ ১৬, ২০২৩
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
![]() বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্টপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আজ ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯টায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধন করেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লি: সাতক্ষীরা শাখার ম্যানেজার সাঈদ হাসান খান। আরোও উপস্থিত ছিলেন ক্রিকেট সম্পাদক ও সাজেক্রীস যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাজেক্রীস নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান সৈকত, খন্দকার আরিফ হাসান প্রিন্স সহ সাজেক্রীসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী খেলা কারিমা মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩১৪ রান করে। দলের আবু হুরাইরা ৬৮ ও তানজিম ৬৪ রানকরে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৭৫রানে জয়লাভ করে। 5,925,466 total views, 729 views today |
|
|
|