মার্চ ২৯, ২০২৩
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
![]() বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্টপোষকতায় ২৯ মার্চ ২০২৩ বুধবার প্রাইজ ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট -২০২২-২৩ এর ফাইনাল খেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে। দলের আবু হুরাইরা সর্বোচ্চ ২৫ রান করে। প্রতিপক্ষের মেহেদী ও সাকিব ৩টি করে উইকেট লাভ করে। জবাবে পিএন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৮.১ ওভাওে ৮টি উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলেল আরাফাত ২৬ রান করে। ফলে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় ০২ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীস ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইজ ব্যাংক লি: সাতক্ষীরা শাখার ম্যানেজার সাইদ হাসান খান। আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস সহ অংশগ্রহন কারী স্কুলের শিক্ষক, ছাত্র ও ক্রীড়া মোদী দর্শক। (প্রেস রিলিজ)। 6,248,192 total views, 2,010 views today |
|
|
|