Site icon suprovatsatkhira.com

পারুলিয়া এস.এস মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

দেবহাটা প্রতিনিধি : পারুলিয়া এস.এস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এসএস মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন মুকুল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version