মার্চ ২২, ২০২৩
পাইকগাছায় ৬৬ ভূমিহীন পরিবারে ঘরসহ দলিল হস্তান্তর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী প্রদত্ত ভুমিহীন-আশ্রয়হীন ৬৬ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একযোগে সারাদেশে ৩৯ হাজার ৩শ ৬৫ পরিবারে জমি ও ঘর হস্তান্তর উদ্বোধন শেষে কয়রা-পাইকগাছার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু আনুষ্ঠানিক ভাবে জমি-ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেণ। ঘরসহ জমির দলিল হস্তান্তরকালে এমপি বাবু প্রধানমন্ত্রীর জন্য দোয়া-আর্শীবাদ কামনা করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিষ চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, এসআই মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, রিপন কুমার মন্ডল, কওসার আলী জোয়াদ্দার, আঃ মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, সরকারি কর্মকর্তাদের মধ্যে হাফিজুর রহমান খাঁন, বিদ্যুৎ রঞ্জন সাহা, সরদার আলী আহসান, ইমরুল কায়েস, মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরদার, খুলনা রিপোর্টার্স ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, সুফলভোগী হালিমা বেগম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 8,412,803 total views, 956 views today |
|
|
|