মার্চ ১৭, ২০২৩
পাইকগাছায় জমি রেজিস্ট্রির ২২ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের মোঃ আরাফাত হোসেনের জমি রেজিষ্ট্রির ২২ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়ে তাহার’ই সহযোগী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সা ড়ে ১১ টার দিকে। জানা গেছে আরাফাত হোসেন ও তারই সহযোগী মোক্তার মোড়ল (৩৩) পিতা মৃত খলিল মোড়ল আলমতলা (আদর্শগ্রাম) ইং- ১৬/৩/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার ১১:৩০ মিনিটের দিকে বাতিখালী ৮ নং ওয়ার্ডে অবস্থিত রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করার জন্য আসেন। একপর্যায়ে কাগজপত্রের কাজের জন্য আরাফাত হোসেন ও তাহার শশুর মোঃ কামরুজ্জামান অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়ায় তাদেরই সহযোগী মোক্তার মোড়লের কাছে জমি রেজিস্ট্রি করার জন্য নিয়ে আসা ২২,৬৮,০০০/-(বাইশ লক্ষ আটষট্টি হাজার) টাকার ব্যাগটি রেখে অফিসের ভিতরে যায়, এরপর কাজ মিটিয়ে ফিরে এসে দেখে টাকার’ব্যাগসহ মোক্তার মোড়ল উধাও। এমতবস্থায় অনেক খোঁজাখুঁজির পরও মোক্তার মোড়লকে খুঁজে না পেয়ে আরাফাত হোসেনের শশুর মোঃ কামরুজ্জামান বাদী হয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়রী করেন, ডায়রী নং-৭৮৫ (তাং-১৬/০৩/২০২৩)। এব্যাপারে উপরে উল্লেখিত জিডির ২নং সাক্ষী মোঃ শহিদুল্লাহ কাওসার এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন আমরা কাগজ পত্রের কাজ মিটিয়ে এসে দেখি মোক্তার মোড়ল উধাও। উক্ত ব্যাপারে ওসি জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় সাধারণ ডায়রী হয়েছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 6,820,899 total views, 284 views today |
|
|
|