মার্চ ১৬, ২০২৩
পাইকগাছায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বোরো ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পাতা বিশেষ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম গাজী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। নিহত কৃষক নজরুল ইসলাম গাজী উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ফুলতলা এলাকার বাসিন্দা ইয়াকুব গাজীর ছেলে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বোরো ধানক্ষেতে ইঁদুর মারার বিশেষ বৈদ্যুতিক ফাঁদে আটকেপড়া ইঁদুর ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামের ওই কৃষকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এব্যাপারে ওই কৃষকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 5,925,611 total views, 874 views today |
|
|
|