Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় আরও ৬৬ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

পাইকগাছ (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আরও ৬৬ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে এসব ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোপূর্বে ভূমিহীন ও আশ্রয়হীন ৬৯০টি পরিবারকে দুই শতাংশ করে জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

তৃতীয় পর্যায়ের সোলাদানা ইউনিয়নে অবশিষ্ট ১৪টি এবং চতুর্থ পর্যায়ে হরিঢালী ইউনিয়নে আরও ৫২টি সহ মোট ৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট টিনের ছাউনির নতুন ঘর ও দুই শতাংশ করে জমির কাগজ হস্তান্তর করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে জমিসহ নব নির্মিত এসব ঘরের যাবতীয় দলিল সহ চাবি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারের নিকট খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কর্তৃক হস্তান্তর করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান সফল করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবে সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ সহ প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version