মার্চ ২২, ২০২৩
ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দীন। বেদনা-বিধূর পরিবেশে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড সদস্য শেখ লুৎফর রহমান, ধুলিহর ইউপির সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল মান্নান, জাপা নেতা জাহাঙ্গীর কবির, সামশুর রহমান সোনা, ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবুল খায়ের, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাই, স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: রইচউদ্দীন বিশ্বাস, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, অভিভাবক গৌর চন্দ্র ঘোষ প্রমুখ। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো: নজিবুল ইসলাম, সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, পরীক্ষার্থী মাহিরা আফরিন, শিক্ষার্থী তামান্না সুলতানা, ফারজানা ফায়িজা, কমলিকা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের যোগ্য সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক সুনাগরিক হিসেবে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মানবসম্পদে পরিণত করতে হবে। বক্তারা দেশের সেবায় মানবতার সেবক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহŸান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 8,412,999 total views, 1,152 views today |
|
|
|