Site icon suprovatsatkhira.com

দেবহাটায় এলইডি লাইট ও শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় হাইড্রোলিক হর্ন, এলইডি লাইট ও মহাসড়কে চলাচলকারী অবৈধ যান এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে যানবাহনে অবৈধ এলইডি লাইট লাগানোর কারনে ৩জনকে জরিমানা ও ১০টি ট্রাকে অবৈধ ভাবে লাগানোর হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সড়ক পরিবহনে যত্রতত্র ব্যবহার হচ্ছে অবৈধ এলইডি হেডলাইট ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন। মানুষের শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ এবং চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version