মার্চ ২৯, ২০২৩
দেবহাটায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের প্রাক পরিদর্শন
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় “একসাথে সবাই মিলে শিখি” নামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের প্রাক-পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউএসএআইডি এবং সিডিডি’র ২টি দল দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা ও মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রিলেশন এডভাইজার অফিসার মাসুম আহমেদ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, রিসোর্স সেন্টারের ইনসেক্টটর মহিতোষ কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পরিদর্শন দলের উপ-প্রধান এসএম জাকারিয়া রহমান, ইউএসএআইডি’র দিপ্তি দাস, ফারহান আবরার, মাসুম আহমেদ, হাসিনা পারভীন, সিডিডি’র বদিউজ্জামান, রাসেল আহম্মেদ, এমজেএফ’র প্রতিনিধি শাহ আলম সিদ্দিকী শাহিন, দেবহাটা উপজেলা সমন্বয়কারী মীর খায়রুল আলম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, জেনিয়া মেহেরুন প্রমুখ। পরে এম,জে এফ এর বাস্তবায়নে সিডিডির ডেফবøাইন্ড প্রকল্পের সহযোগিতায় প্রতিবন্ধীবান্ধব মডেল ৩৩নং কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন প্রকল্পের কর্মকর্তাগন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। উল্লেখ্য যে, মূলধারার সরকারী প্রাথমিক বিদ্যালয় স্তরের হস্তক্ষেপ আরটিআই এর নেতৃত্বে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল “একসাথে সবাই মিলে শিখি নামে একটি প্রকল্প” যা ডিপিই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেলের অনুমোদন এবং নির্দেশনা অনুসারে বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করতে চলেছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমান ভাবে শিক্ষা লাভ করতে পারে সেজন্য উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২জন শিক্ষক ও শ্রেণিকক্ষ প্রস্তুত করার হবে। সরকারের কার্যক্রমের সাথে মিল রেখে এই প্রকল্পটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা লাভে বিশেষ ভূমিকা রাখবে বলেও জানা গেছে। 6,248,470 total views, 2,288 views today |
|
|
|