মার্চ ২৯, ২০২৩
তালায় সেমাই ফ্যাক্টরিতে ২৫ হাজার টাকা জরিমানা আদায়, ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিনিধি: বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিকালে সাতক্ষীরার তালার শপিং ভ্যালি নামের একটি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বুধবার সকাল ১১টায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিবের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল তালা সদরের আটারই গ্রামে এ অভিযান চালায়।
এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি। এসময় সেখানে বিএসটিআই’র পরিদর্শক রেজানুর রহমান সরকারসহ র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক এনডিসি বাপ্পি দত্ত রনি জানান, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্যালি লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআইয়ের নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 8,704,519 total views, 1,452 views today |
|
|
|