মার্চ ১৯, ২০২৩
জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে সেবায় নেমে পড়েছেন চেয়ারম্যান তুহিন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ল²ীখোলা, আলমতলা, হেতালবুনি ও মাঠাম গ্রামের কোলঘেষে বাউখোলা নদী অবস্থিত, যা মিনাজ নদীর একটি শাখা। বদ্ধ এ নদীটির খাস জমি বন্দোবস্ত দেওয়ার ফলে এক সময়ের ¯্রােতস্মিনী নদীটি এখন একটি সরু ক্যানেলে পরিণত হয়েছে। ধান এবং মাছ চাষের সুবিধার্থে বতর্মানে এ ক্যানেলের বাঁধাগুলো অপসারণ করা খুবি জরুরি হয়ে পড়েছিলো। তাছাড়া সামনে বর্ষার মৌসুম এলাকার বন্যার পানি নিষ্কাশনেও এ ক্যানেলটি খুবই গুরুত্ব বহন করবে। এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনা করে এবং এলাবাসীর দাবীর প্রেক্ষিতে বাউখোলা নদীর শরু ক্যানেলটি পরিস্কার করার জন্য আজ ১৯শে মার্চ রোজ রবিবার সকাল থেকে এলাকাবাসীদের সাথে নিয়ে ক্যানেলটি পরিস্কারে নেতৃত্ব দান করেন কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। বরাবরের মতো তিনি আজও নিজে কাঁদা পানিতে নেমে জনগনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ফলে বাউখোলা নদী পাড়ের গ্রাম গুলোর জন্য গুরুত্বপূর্ণ এ ক্যানেলটির পানি সরবরাহের বাঁধাগুলো অপসারিত হয়েছে। আজকের মানব কল্যাণমূলক একাজের জন্য এলাকাবাসী চেয়ারম্যান তুহিন এর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত বছরেও তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে এমনিভাবে ক্যানেলটির বাঁধাগুলো অপসারণ করেছিলেন। 8,705,537 total views, 2,470 views today |
|
|
|