মার্চ ১৫, ২০২৩
কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরীর সমাপ্তি
নিজস্ব প্রতিনিধি: ”স্কাউট করবো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়বো” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ শেষ হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাতে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও ক্যাম্পুরীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে।
শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী, বাংলাদেশ স্কাউটস কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য, জিএম মামুন, ফজলুল রহমান, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। 8,412,799 total views, 952 views today |
|
|
|