নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সাতক্ষীরার কালিগঞ্জে চতুর্থ পর্যায়ে ৪০ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর প্রদান করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ।
উপজেলা কমিশনার (ভূমি) আজহার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য ফজলুল রহমান সাংবাদিক হাবিবুল্লাহ বাহার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপকারভোগীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন মোছা: খায়রুন্নেচ্ছা ও দিপংকর মাঝি।
এছাড়া সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দায় দেখানো হয়।