নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে রাজস্ব খাতের আওতায় সপ্তাহব্যাপী গবাদিপশু পালন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের বেকারত্ব বেশি কারন আমরা কারিগরী শিক্ষায় পিছিয়ে যাচ্ছি সকলে চাকুরি নির্ভর পড়ালেখায় ব্যস্থ। আমাদের উচিত কারিগরী প্রশিক্ষণ গ্রহন করে দেশের অর্থনীতি উন্নয়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সাহায্য করা।
যদি আপনাদের কোন কোর্স করার আগ্রহ থাকে সোর্স না পান তাহলে ইউটিউব থেকে দেখে নিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, ট্রেইনার হিসেবে আছেন সহঃউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান এবং তাহমীর সিদ্দিকী। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু তিনি তার বক্তব্যে বলেন আমার ইউনিয়নের উন্নয়নের জন্য উদারতা বিশেষ ভূমিকা রেখে চলেছে তার ধারাবাহিকতায় ইউনিয়নের যুবদের জন্য যে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে সত্যিই প্রশংসনীয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন উদারতার চেয়ারম্যান নীলিমা জিসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন, আবিদ, আল আমিন, জিসান, ইতি, আরোয়া, দেলোয়ার, হারুনসহ উদারতার সকল স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উদারতার অন্যতম উপদেষ্টা আবু হাসান।