মার্চ ১৩, ২০২৩
আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিনিধি : “উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বারণ চক্রবর্তী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এতিম ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শেখ ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান সহ সকল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। 5,916,101 total views, 663 views today |
|
|
|