ফেব্রুয়ারি ১৭, ২০২৩
শ্যামনগরের ইউএনওর প্রচেষ্টায় সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার
গাজী আল ইমরান, শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের প্রচেষ্টায় সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) যশোর জেলা থেকে আগত ১০ জন পর্যটক ট্রলার যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। পরে ঘুরতে ঘুরতে ইঞ্জিন চালিত বোটের তেল ফুরিয়ে যায়। ঐ বোটে থাকা পর্যটকেরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য বোটে অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। পরবর্তীতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২ টি টিম, সাংবাদিক আব্দুর রহমান বাবু ও আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের ২ টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়াত রহমান এর ১ টি টিম, বোট মালিকের অন্য ১টি টিম সহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে পাঠান। প্রায় ৫ ঘন্টার অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টার সময় উদ্ধার করা হয়। আগত পর্যটকেরা উপজেলা প্রশাসন এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধারের কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রকাশ করেন।উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, যশোর থেকে সুন্দরবন ঘুরতে আসা একটি টিম পথ হারিয়ে ফেললে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমার কাছে সাহায্য চান।আমি কয়েকটি দলে ভাগ করে তাদের উদ্ধার করতে পাঠাই।প্রায় ৫ ঘন্টা পরে তাদের উদ্ধার করি। 8,576,155 total views, 3,925 views today |
|
|
|