ফেব্রুয়ারি ৬, ২০২৩
শরবতখালী টহল ফাঁড়িতে বাঘের গর্জন: আতঙ্কে বনরক্ষীরা
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শরবতখালী ফরেস্ট অফিস এলাকায় গত রবিবার রাতে দুটি বাঘের গর্জনে আতঙ্কিত থাকতে হয় বনরক্ষীদেরকে। একই স্থানে বাঘ দুটি রাতভর ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছে বন বিভাগ। এরপর ৬ ফেব্রæয়ারি সকালে ঐ স্থান হতে দুটি বাঘের পায়ের ছাফ ক্যামেরা বন্দি করেছে বন বিভাগের কর্মরত টহল ফাঁড়ির সদস্যরা। শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, সম্প্রতি টহল ফাঁড়ির আশ পাশ এলাকায় তিনটি বাঘ ঘোরাফেরা করছে। গতরাতে পুকুরপাড়ে দুটি বাঘের গর্জন শুনতে পায় তারা। রাতভর তাদেরকে আতঙ্কে থাকতে হয়। সকালে দুটি বাঘের পায়ের ছাফ ক্যামেরা বন্দি করা হয়েছে। তবে বাঘ দুটি বয়স্ক বলে নিশ্চিত করেছে বন বিভাগ। এখনও বাঘগুলো অফিসের আশ পাশে নদী তীরে অবস্থান করছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, বর্তমান সময়টা সুন্দরবনের বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদেরকে নিরাপদে রাখতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 8,569,543 total views, 8,248 views today |
|
|
|