ফেব্রুয়ারি ১, ২০২৩
গোয়ালডাঙ্গা হাইস্কুলে অবৈতনিক কার্যক্রম শুরু ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন আগামী ৩বছর গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ফরম ফিলআপ, বেতন, সেশান চার্জ ও প্রশ্ন ফিসের টাকা নিজে পরিশোধ করবেন।কোন শিক্ষার্থীকে টাকা দিতে হবেনা। তারা শুধুমাত্র পড়াশোনা করবে। ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মÐলের কাছে স্কুলের ৯৬ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিল আপের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং সকল শিক্ষার্থীদের বেতন, সেশান চার্জ ও প্রশ্ন ফিস বাবদ ৬৫ হাজার টাকা প্রদান করেছেন। নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করতে বিপুল পরিমাণ টাকা প্রতিষ্ঠানে তুলে দেওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারীমন্ডলীসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের জন্য পড়াশোনায় ব্যস্ত থাকবে। অর্থনৈতিক দুঃশ্চিন্তায় যেন তাদের মনোসংযোগ নষ্ট না হয়। তাই আমার এ ক্ষুদ্র প্রয়াস। স্কুলে শিক্ষার পরিবেশ তৈরি করতে ইতোমধ্যে মাঠ ভরাট করা হয়েছে। নতুন ভবনের কাজ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। 8,577,701 total views, 5,471 views today |
|
|
|