ফেব্রুয়ারি ২৫, ২০২৩
কয়রায় প্রানী সম্পদ প্রদশর্নী উপলক্ষে আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যেগে ও প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রানি সম্পদ অফিস চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধাা, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, বীর মুক্তিযোদ্ধা বটোকৃঞ্চ ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, প্রানি সম্পদ অফিসের সুধাংশ কুমার মন্ডল, বিবেকানন্দ, শরিফুল ইসলাম, রোজিনা আফরিন, সঞ্জয় কুমার মন্ডল, প্রানি সস্পদ খামারী সুলতানা মরিয়ম, নারগীছ পারভীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়। সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি সহ মাঠ পর্যায়ের প্রাণি সম্পদ সুফলভেগী সদস্য ও প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 8,568,636 total views, 7,341 views today |
|
|
|