ফেব্রুয়ারি ৯, ২০২৩
কেশবপুরে শিক্ষক প্রশিক্ষণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে রোটারি গেøাবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় ইংরেজি শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ওই প্রশিক্ষণ শেষ হয়। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষককে নতুন সিলেবাসের আলোকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ ও অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। গত ৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করেন নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল (এডুকেশন কোর) ও ভাব বাংলাদেশের প্রশিক্ষক কাজী শহীদ ইসলাম ও ঢাকার ক্যামব্রিয়ান কলেজের সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু। 8,543,665 total views, 10,997 views today |
|
|
|