ফেব্রুয়ারি ৭, ২০২৩
কালিগঞ্জের বাগবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অর্ধ লক্ষ টাকার কোচিং বাণিজ্য
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষের নেতৃত্বে সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও রাসেল কবীর মিলে শুরু হয়েছে জমজমাট কোচিং বাণিজ্য।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সরেজমিন ঘটনাস্থলে গেলে কোচিং বাণিজ্যের এ চিত্র চোখে পড়ে। বসন্তপুর গ্রামের অভিভাবক আব্বাস আলী, আব্দুল গফফার, মনিরুল ইসলাম, রুস্তম আলী সহ একাধিক অভিভাবক সাংবাদিকদের জানান, বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি গ্রুপে ভাগ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিকট হতে বাধ্যতামূলক সাড়ে ৩শ’ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিকট হতে মাসিক ৫শ’ টাকা নিয়ে প্রাইভেট পড়াতে বাধ্য করা হয়।
২টি গ্রুপে বিভক্ত করে এক একটি গ্রুপে ৪০/ ৫০ জন শিক্ষার্থীদের ১ ঘণ্টা করে ২ ভাগে পড়ানো হয়ে থাকে।
এইভাবে শিক্ষকরা কোচিং বাণিজ্য করে স্কুলে নামমাত্র হাজিরা দিয়ে সময় পার করে চলে যায়।
উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের মধ্যে কোচিং, প্রাইভেট পড়ানোর বিষয়টি তার জানা নেই। 8,576,519 total views, 4,289 views today |
|
|
|