ফেব্রুয়ারি ৭, ২০২৩
কলারোয়ার অবৈধ কয়লা তৈরির চুল্লী ভেঙ্গে দিলেন ভ্রাম্যমাণ আদালত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে পরিবেশের জন্য ক্ষতিকর কয়লা তৈরির কারখানা করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও কয়লা তৈরির ৫ টি চুল্লি ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্য আদালত। গতকাল বিকাল পাঁচ টায় দক্ষিণ গয়ড়া মাঠে অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যশোর জেলার শার্শা উপজেলার গাতির কায়বা গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামের পরিচালিত অবৈধ কয়লা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয় ও চুল্লি ভেেেঙ্গ গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ও সহকারী কমিশনার(ভূমি)তাহমিনা সুলতানা নীলা। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ইউ পি সদস্য মোঃ সাহানুর রহমান, ভূমি অফিসের অফিস সহকারী প্রণব কুমার প্রমুখ। 8,570,542 total views, 9,247 views today |
|
|
|