ফেব্রুয়ারি ৩, ২০২৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্ম বিরোধি মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্ত ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন ও শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানীক ডারউনের বিবর্তনবাদ বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রæয়ারি) বেলা ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। মিছিলটি শহরের নবারুণ স্কুল মোড় হয়ে তুফান কো: মোড় থেকে নিউমার্কেট মোড় হয়ে আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয় এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি, মো: মুবাশশীরুল ইসলাম তকী, মাওলানা মাহমুুদুল হাসান, পাটকেলঘাটা উপজেলা সভাপতি মো: ইলিয়াস হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি ডা: কাজী মো: ওয়েজ কুরণী। 8,640,299 total views, 5,298 views today |
|
|
|