ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আদালতের নির্দেশ অমান্য করে পৌর মেয়র চিশতীকে পুনর্বহালে বাধা প্রদান করলেন ভারপ্রাপ্ত মেয়র
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহামান্য হাইকোর্টের বরখাস্তাদেশ স্থগিত হবার পরও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে স্বপদে বহাল হতে দেয়নি সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করতে গেলে বাধা দেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর।
সংশি¬ষ্টরা জানিয়েছেন, গত ১৪ ফেব্রæয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এ ব্যাপারে তাজকিন আহমেদ চিশতী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে মেয়র পদে তার দায়্তিব বুঝে নিতে কোন বাধা নেই। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও সরকারদলীয় কর্মকর্তারা আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করেছেন। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান, মন্ত্রনালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনিই মেয়র থাকবেন। আদালতের নির্দেশে মেয়র পদ থেকে সরে যাবার কোন সুযোগ নেই। 8,631,711 total views, 11,261 views today |
|
|
|