Site icon suprovatsatkhira.com

সুন্দরবন থেকে বাঘ গণনার ক্যামেরা চুরি: উদ্ধারে মরিয়া বনবিভাগ

জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : সুন্দরবনে বাঘ গণনার কাজে ব্যবহারের ৮টি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় বনবিভাগের পক্ষ থেকে ১৪ ও ১৫ ফেব্রæয়ারি সাতক্ষীরা আদালতে দুটি মামলা দায়ের করে ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব, আবুল হোসেন, মোঃ মহিবুল্লাহ, নুরুল আলম, আব্দুর রহিম, আমজাদ হোসেন, আছাদুল ইসলাম, রিপন হোসেন, বাবর আলী, আমজাদ হোসেন (২), ইউনুস আলী, মুন্নাফ গাজী ও কয়রা উপজেলার আকবর হোসেন। জানা যায় গত ৬ ফেব্রæয়ারি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী এলাকা থেকে ৮টি ক্যামেরা চুরির বিষয়ে তারা নিশ্চিত হয়।

পান্তামারী, খেজুরদানা ও কালকেবাড়িয়া এলাকা থেকে দুষ্কৃতীকারীরা এসব ক্যামেরা খুলে নিয়ে ভাঙচুরের পর তার মেমোরীকার্ড ও ব্যাটারি সাথে নিয়ে যায়। পরবর্তীতে সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ক্যামেরা চুরির অভিযোগে ১৪ জেলেকে আটকের পর দায়েরকৃত মামলায় কারাগারে পাঠিয়েছে। এদিকে আটক জেলে আমজাদ হোসেন ও আবুল হোসেনসহ অন্যরা দাবি করেছে ক্যামেরা চুরির সাথে তারা জড়িত নয়। অভয়ারণ্য এলাকায় মাছ শিকারসহ কাঁকড়া শিকারের অপরাধে আটক করা হলেও ক্যামেরা চুরির মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, বাঘ গণনার কাজে সুন্দরবনে স্থাপনকৃত ৮টি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হতে ভাংচুরকৃত ক্যামেরার ভগ্নাংশ উদ্ধার হলেও ব্যাটারীসহ মেমোরি কার্ডের সন্ধান মিলছে না। ইতিমধ্যে গত ১৪ ও ১৫ ফেব্রæয়ারি সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১৪ জেলেকে আটকের পর আদালতে দুটি মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version