Site icon suprovatsatkhira.com

সিডো সংস্থার বাস্তবায়নে হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : ১৯ ফেব্রæয়ারি ২০২৩ (রবিবার) বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় হত দরিদ্র মানুষের আয় বৃদ্ধি মূলক ‘‘প্রান্তিক” প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মধ্যে ভ্যান গাড়ি বিতরণ হয়। উক্ত ভ্যান গাড়ী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্যামল কুমার বিশ^াস, প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আপনারা যারা ভ্যান গাড়ী পেয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান। আমি আশা করছি আপনাদের পরিবারে আয়ের পথ সুগম হবে। তিনি আরও বলেন যে আপনাদের বাড়ির আঙ্গিনায় যে জায়গাটুকু খালি আছে সেখানে শাকসবজি চাষ করবেন ও বাল্য বিবাহ সমাজের এক চরম ব্যাধি, বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সেখ সহিদুর রহমান, পৌর কাউন্সিলর (৪,৫,৬ ওয়ার্ড) জনাব, অনিমা রানী, সাবেক ব্যাংক কর্মকর্তা, হেনরী সরদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে পৌরসভার হতদরিদ্র মানুষের মধ্যে ১৫ টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, আর ও উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান, তহিদ, প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা, রাজু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version