ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সালিশি বৈঠাকে বাদুড়িয়ায় জমির বিরোধ নিষ্পত্তি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আঠুলিয়া-বাদুড়িয়া গ্রামের মৃত শেহের আলী কয়ালের ছেলে মোঃ রফিকুল ইসলাম ও আতিয়ার রহমান দু-গ্রুপের মধ্যে জায়গা জমি বিরোধের সহিংশতার জের শান্তিপূর্ণ সালিশি মীমাংসার মাধ্যমে আপোশ হয়েছে। জানা গেছে ঐ গ্রামের , যার মৌজা, জে, এল নং ১০৭, খতিয়ান নং ৫৮৮, দাগ নং ৩৭১২, মোট জমির পরিমাণ ৬৬ শতক, উক্ত সম্পত্তি কোবালা সূত্রে মালিক বাদুড়িয়া গ্রামের মৃত শেহের আলী কয়াল, এর ছেলে মোঃ রফিকুল ইসলাম, তিনি তার সম্পত্তি ধান্য চাষাবাদ এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল, প্রতিপক্ষ মোঃ আতিয়ার রহমান আইন অমান্য করে জোরপূর্বক উক্ত জমি দখলে নেয়, তারই উপর ভিত্তি করে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২০-০২-২৩ ইং ( সোমবার) তারিখে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে এ বিষয় নিয়ে এএস আই সুব্রত কুমার দু-পক্ষের লোকজন ও ইউপি সদস্য রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদেরকে নিয়ে গত ২৪/০২/২৩ ইং ( শুক্রবার) বিকাল চার ঘটিকার সময় থানায় গোলচত্রে সালিশি মিমাংসার জন্য বসে, এক পর্যায়ে উভয় পক্ষের আরজি আলোচনা শ্রবণ শেষে সকলের উপস্থিতিতে একটা শান্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয় যে, বাদী মোঃ রফিকুল ইসলামের কোবালা দলিল কৃত সম্পত্তির উপর, বিবাদী মোঃ আতিয়ার রহমান যে জায়গায় বশত ঘর নির্মাণ করে বসে আছে, সে জায়গার সমপরিমান মাননির্নয় করে পাশবর্তি জায়গা হতে বুঝিয়া দিতে বাধ্য থাকিবে, অবশেষে উভয়পক্ষ শান্তিপূর্ণ সিদ্ধান্ত মেনে আপোষ করে সকলেই স্থান ত্যাগ করেন। 8,573,275 total views, 1,045 views today |
|
|
|