Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎস উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে সাতক্ষীরার ইতিহাসে এই সর্বপ্রথম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তীতে শহর জুরে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে হীরক জয়ন্তী কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরি মোহন সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুল হুসাইন,সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, আব্দুল মাজেদ, বর্তমান প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, উদযাপন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রাসেসহ প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। এসময় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ডাঃ মো. মেহেদী নেয়াজ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version