Site icon suprovatsatkhira.com

সাইবার অপরাধকে লাল কার্ড দেখাল দুই শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় প্রত্যয়ে সাইবার অপরাধকে লাল কার্ড দেখালো সাতক্ষীরার তালার দুই শতাধিক শিক্ষার্থী। রবিবার (৫ ফেব্রæয়ারি) দুপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার্থী সমাবেশে সাইবার অপরাধ প্রতিরোধে তারা এই লাল কার্ড প্রদর্শন করে।

‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে সাইবার অপরাধ নির্মূলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি। প্রতারকরা ইন্টারনেট এর মাধ্যমে মানুষকে হয়রানি করছে, বিপদে ফেলছে, অনেক ক্ষেত্রে মৃত্যু মুখে পতিত করছে। এজন্য সাইবার অপরাধ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, অন্যদের সচেতন করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রæতি ব্যক্ত করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version