Site icon suprovatsatkhira.com

সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ফেব্রæয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো তারা খুবই ভাগ্যবান। এই কলেজের উদ্বোধক ছিলেন বিশ^ নন্দিত একজন মহান ব্যক্তি খান বাহাদুর আহছান উল্লাহ (র:)। সাতক্ষীরা সরকারি কলেজটি একটি পবিত্র স্থান। তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক সহযোগী অধ্যাপক মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমূখ।

নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদ্বশ শ্রেণির নবাগত শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান, তাছলিম চৌধুরী, প্রত্যাশা বন্দ্যোপাধ্যায়, মেহেরিন আফরোজ প্রমূখ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ওলিউর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version