ফেব্রুয়ারি ৬, ২০২৩
শ্যামনগরে র্যাবের অভিযানে বাঘের চামড়া সহ ৩জন আটক
জি এম মাছুম বিল্লাহ : শ্যামনগরে র্যাবের অভিযানে বাঘের চামড়া সহ ৩জন আটকের ঘটনা ঘটেছে। সোমবার (৫ই ফেব্রæয়ারি) বিকাল আনুমানিক ৫টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর (ধল) গ্রাম থেকে একটি বাঘের চামড়াসহ তিন জনকে আটক করে র্যাব-৬ এর একটি অভিযানিক দল। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর (ধল) গ্রামের সুরাত আলী শেখের ছেলে হাফিজুর শেখ(৪৩), মিজান শেখের ছেলে আসিফ(২৭) ও ইসমাইল শেখ(২৩)। তথ্য অনুসন্ধানে জানা যায় র্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বাঘের চামড়া সংগ্রহের চেষ্টা করে। চুক্তি মোতাবেক ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয়কারী চক্রের ঐ সদস্যদের আটক করে। এসময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ঐ চামড়া উদ্ধার করে। র্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব। 8,577,519 total views, 5,289 views today |
|
|
|