ফেব্রুয়ারি ২০, ২০২৩
শ্যামনগরে কৃষক-যুব কৃষিকথা অনুষ্ঠিত
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে কৃষিতে কীটনাশকের ক্ষতিকর প্রভাব ও জৈব সারের উপকারিতা নিয়ে কৃষক – যুব কৃষিকথা অনুষ্ঠিত হয়েছে। অনেক কৃষক মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছে, যা মানব শরীরের জন্য ক্ষতিকারক এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এতে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে গিয়ে ফসলের উপকারী পোকামাকড়ও ধ্বংস হচ্ছে। কীটনাশকের কারণে বহু বিল-হাওড় মাছশূন্য হয়ে পড়েছে। বহু প্রজাতির পাখি হারিয়ে গেছে। ফসল রক্ষাকারী পোকামাকড় ধ্বংসের কারণে প্রতিবছর হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারসিক কর্মকতা চম্পা মল্লিক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, মহসিন কলেজ ইউনিটের সদস্য নাইম হোসেন সহ এলাকার কৃষক ও যুবরা। 8,620,005 total views, 11,662 views today |
|
|
|