Site icon suprovatsatkhira.com

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে-এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি

ডেস্ক রিপোর্ট: বর্ণিল আয়োজনে ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন’র একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নবীব বরণ উৎসব হয়েছে। এসময় আলোচনা অনুষ্ঠানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, বাংলাদেশের স্বপ্নসারথি শেখ হাসিনা। দেশের উন্নয়ন এবং আজকের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অগ্রযাত্রায় শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক তিনি। তাঁকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনা। এ শুধু পরিকল্পনা নয়। একেকটি স্বপ্ন সত্যি হয়ে ধরা দিচ্ছে। আগামীতে তালা কলারোয়ার কোন বিদ্যালয় আর ভবন বিহীন থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িকতা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের সভাপতি ইউপি সদস্য রওশন আলী খার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি এবাদুল হক, কলারোয়া উপজেলা আওয়ায়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ আলী, রবিউল আলম মল্লিক, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সাবেক প্রধান শিক্ষক নিরঞ্জন ঘোষ, সাবেক সহ প্রধান শিক্ষক দবির উদ্দীন, সাবেক সহকারী শিক্ষক আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী জাহিদ বিন গফুর, উপসহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, ধানদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা: শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন’র প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান।

অলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মুস্তফা লুৎফুল্লাহ আরো বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প-বাণিজ্যেও বিনিয়োগ বেড়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দক্ষিণ বাংলায় নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠতে যাচ্ছে। নতুন বিনিয়োগ নিয়ে তৈরি হচ্ছেন উদ্যোক্তারা।
গত ২৮ ডিসেম্বর অন্যদিকে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২ ফেব্রæয়ারী দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন।

তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনায় নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপশি খেলা ধুলা ও সাস্কৃতিক চর্চাও করতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে। পারিবারিক অনুশাসন মেনে চলতে হবে।

তিনি বলেন, ইউক্রেন ও রশিয়া যুদ্ধের করণে তিন বছর ধরে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ঠিক সেই সময়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। বিশ্বের অনেক উন্নত দেশ যখন নিজেদের অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে ঠিক এমন একটি সময়ে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ।

এর আগে অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র ছাত্রীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীরা বিজ্ঞান মেলা, স্বাস্থ্য-পুষ্টি মেলাসহ পিঠা উৎসবের আয়োজন করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version