নিজস্ব প্রতিবেদক : ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ মাস মেয়াদী ‘যানবাহন চালনা’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, প্রশিক্ষক মোঃ সাইদ, আকুল কৃষ্ণ সরকার, আবুল কালাম আজাদ, এসকে আরমান এবং যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীবৃন্দ। প্রতি ব্যাচে ৪০ জন শিক্ষার্থী বিনামূল্যে এই প্রশিক্ষণের সুযোগ পাবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ এবং দক্ষ গাড়িচালক তৈরি করা এই প্রশিক্ষণের প্রধান উদেশ্য।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/