Site icon suprovatsatkhira.com

ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে সংবর্ধনা পেলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান

নিজস্ব প্রতিনিধি : ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে সংবর্ধনা পেলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। ভারতের বারাসাতে রবীন্দ্রভবন মিলানায়তন গত (২৪ ফেব্রæয়ারি) ভারতের আমার আশা ফাউন্ডেশন ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের আয়োজিত কৃতি শিক্ষার্থী ও দ্ইু বাংলার গুনীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান বরিশাল জেলার সাবেক কমান্ডার। এদিন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিরা ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবের উপস্থিত ছিলেন রাজশাহীর মুনডুমালা পৌরসভার চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার চেয়ারম্যান আবদুল মালেক, ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব কমিটির সহ-সভাপতি মনজুর হোসেন ইশা, এটিএন বাংলা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ আজিজুল ইসলাম, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকার উপাচার্য সুভাষচন্দ্র শীল, ঢাকার বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির উপাচার্য ড. মুহাম্মদ আমিনুল হক ভুঁইয়া সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধাও। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদিন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version