ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বিক্রয় হচ্ছে গাছের পোকা
মেহেদী হাসান আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি: এলাকায় দেখা যায় বিভিন্ন গাছের ডালে এক ধরনের পোকা বাসা বেধে থাকে। এই পোকার আক্রমণ বেশি হলে বড় বড় গাছও মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুল, সবেদা, রেনটি, ছাড়াও অন্য গাছে এই পোকার উপদ্রব লক্ষ্য করা যায়। শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নে পাঁচ থেকে সাত জন লোক একটি দল এসে গ্রাম থেকে ওই গাছের ডালের পোকা ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে ক্রয় করছে। তাদের টিম লিডার সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কেড়াগছী পোস্ট কাটডাঙ্গা গ্রামের হাসানুজ্জামানের সাথে কথা বললে তিনি বললেন আমরা এই পোকা ওয়ালা ডাল সহ পোকা ক্রায় করে নিয়ে যায় নেয়ার পরে বাড়িতে আমাদের স্ত্রীরা এই ডাল থেকে পোকা আলাদা করেন। তারপরে পোকা ক্রয় করার এজেন্টরা আসে ৭০০ থেকে ১০০০ হাজার টাকায় এগুলো ক্রয় করে নিয়ে যায় এবং শুনেছি এগুলো ইন্ডিয়াতে পাঠায়। এবং এই পোকা ছাড়ানোর কাজ সারাদিন করলে তাদের শ্বাস-প্রশ্বাসের একটু কষ্ট হচ্ছে বলে জানিয়েছে। এবং বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করলে অত্যন্ত কালো ধোঁয়া সৃষ্টি হয়। এ বিষয়ে শ্যামনগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এটি মিলিবাগ পোকার আক্রমণ। সপ্তাহে একবার করে কার্বোসালফান কিংবা কনফিডার স্প্রে করলে আক্রান্ত গাছকে রক্ষা করা যায়। তবে এই পোকা ওয়ালা কাঠ বা পোকা দিয়ে কি তৈরি হচ্ছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। সাধারণ মানুষের মধ্যে একটি কৌতুহল সৃষ্টি হয়ে আছে যে এই পোকা দিয়ে ইন্ডিয়া কি করছে! 8,573,230 total views, 1,000 views today |
|
|
|