Site icon suprovatsatkhira.com

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) সাতক্ষীরার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী।এসময় উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যান সমিতি সাতক্ষীরার সভাপতি মো. মিজানুর রহমান,জেলা সমাজ সেবা অফিসের (রেজিঃ) তরিকুল ইসলাম, নবজীবন এনজিও এর প্রতিনিধি রেজাউল করিম, শহর সমাজ সেবা অফিসের সমাজ কর্মী ফতেমা খাতুন। অনুষ্ঠানে সম্প্রীতি বাকশ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়, সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, হাইকেয়ার স্কুল (শ্রবণ প্রতিবন্ধী)সহ বিভিন্ন বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version