ফেব্রুয়ারি ১৪, ২০২৩
পাইকগাছায় নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসদরস্থ অবৈধ নদী দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাজার থেকে মাছকাটা অভিমুখে ও ভিলেজ পাইকগাছার নদীর চর ভরাটি ভুমি অবৈধভাবে দখল করে খন্ড খন্ড ঘের ও বাড়ি গড়ে উঠে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসব অবৈধ নদীভরাটি ভূমি দখলমুক্ত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, এসময়ে তিনি বলেন পৌরসভার শহর রক্ষা বাঁধের পার্শ দিয়ে গড়ে উঠা অবৈধ খন্ড খন্ড ঘের বেকু দিয়ে যে কয়দিন লাগে দখলমুক্ত করা হবে। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রঞ্জু,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, এস আই নিরুপম, সাংবাদিক এম মোসলেম উদ্দীন, তৃপ্তি রঞ্জন সেন, খুলনা রিপোর্টাস্ ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, নাজমা কামাল আনসার সদস্য রাকিক, আরিফ হোসেন ও কেডি বাবু, জনি, বাবু পান্না প্রমুখ। 8,571,245 total views, 9,950 views today |
|
|
|