ফেব্রুয়ারি ৭, ২০২৩
নওয়াবেঁকী বাজারে চোর ভেবে ইটভাটা শ্রমিক আটক
আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : নওয়াবেকী বাজারে চুরি যেন নিত্যদিনের ঘটনা। রাত হলেই মানুষের মধ্যে শুরু হয় চুরি আতঙ্ক। গত কয়েকদিন ধরে রাতে নওয়াবেঁকী বাজারে চুরি সংগঠিত হচ্ছে। গেলো শনিবার দিবাগত রাতে এক দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। নওয়াবেঁকী বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী ফকির এন্টারপ্রাইজ মালিক মোঃ আব্দুর রাজ্জাক প্রতিদিনের ন্যায় দোকানে গিয়ে দেখেন তালা ভাঙা এবং দোকানের মূল্যবান সিগারেট, কসমেটিক সামগ্রী, মসলা সামগ্রী, নগদ টাকাসহ আনুমানিক তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোর। এদিকে সপ্তাহের ব্যবধানে গত বৃহস্পতিবার গাজী স্টোরের মালিক আব্দুস সালামের দোকানে থেকে আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ নিয়ে বাজার সকল ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার পর বাজারে নাইটগার্ড রোববার দিবাগত রাত ১টার দিকে একজন অপরিচিত লোককে বাজারে ঘোরাঘুরি করতে দেখেন। তাকে দেখে তাড়া করলে সে ভয়ে দৌড়াতে থাকে। পরে তাকে আটক করা হয়। আটকে পর জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে একজন ইটভাটা শ্রমিক দাবি করেন। এ বিষয়ে আটুলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আখতারুজ্জামান লিটিলের সাথে কথা হলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করেন। 8,577,484 total views, 5,254 views today |
|
|
|