Site icon suprovatsatkhira.com

দৈনিক যুগান্তরের ২ যুগে পর্দাপন: কয়রায় র‌্যালী ও আলোচনা সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি : দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষে খুলনার কয়রায় গতকাল ১৪ ফেব্রয়ারী সকালে ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা, র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামন মনু, ইমতিয়াজ উদ্দিন, আঃ খালেক, এস এম নুরুল আমিন নাহিন, জিএম নজরুল ইসলাম, কামাল হোসেন, নিতীশ সানা, গাজী আঃ ছালাম, শেখ সিরাজুদৌল্যা লিংকন, শাহাজান সিরাজ, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন মোঃ রউফ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা দীর্ঘ ২৩ বছর ধরে আপোষহীন ভাবে পথ চলে এ পর্যায়ে পৌছাতে পেরেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। এমন আশাই তারা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে শেষে কেক কাটার পরে, যুগান্তরে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যুগান্তরের ২ যুগ পুর্তি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version